সম্পাদকীয়:: শারদীয় ২০১৬



ম্যাজিক ল্যাম্প-এর প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? পুজো তো চলে এল কে কেমন প্রস্তুতি নিচ্ছ পুজোর উৎসবের জন্য?

শরৎ কাল এলেই আমার ছোটবেলায় পড়া সেই কবিতাটার কথা মনে পড়ে, "এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে" তুমি বলবে কোথায় হিমের পরশ, এখনও তো বেশ গরম লাগছে আগে দুর্গাপুজোর সময়টাতে সত্যিই বেশ হিম হিম ভাব হত... মা সেই  হিমালয়ের হিমঘর থেকে আসছেন তো...

গায়ে একটা হালকা চাদর লাগত সন্ধেয় আমাদের বাড়ির পাশের মাঠে প্যান্ডেল বাঁধার আয়োজন দেখেই মন আনন্দে নেচে উঠত... বাতাসে একটা মিষ্টি পুজো পুজো গন্ধ নীল আকাশে সাদা মেঘেরা যেন ছুটি পাওয়া ছেলে মেয়ের দল এতো খুশি খুশি মেঘ তুমি শরৎকাল ছাড়া দেখতেই পাবে না ঢাকের বাদ্যিতে এক্কেবারে ছুটির মেজাজ বড়দের চোখ রাঙানিকে কুছ পরোয়া নেই নতুন জামা গায়ে দিতেই আমরা সবাই রাজকন্যা, রাজপুত্তুর তবে এই পুজোতেও যখন দেখতাম চায়ের দোকানে কাজ করা মিঠুন, রতন এদের গায়ে সেই এক ছেঁড়া ময়লা গেঞ্জি, তখন কষ্ট হত বৈকি আর মনে এসে ভিড় করত নানা রকম প্রশ্ন

পুজোয় উপহার পেতাম অনেক নতুন গল্পের বই, আর পুজো সংখ্যা পুজোর দুপুরে সন্ধেবেলা কটা ঠাকুর দেখব মনে মনে সেই হিসেব করতে করতে পড়ে ফেলতাম কত সুন্দর গল্প, কবিতা, উপন্যাস পুজোয় সঙ্গী হত কখনও ফেলুদা, কখনও ব্যোমকেশ, প্রফেসর শঙ্কু, কখনও কাকাবাবু-সন্তু, গোগোল, কলাবতী, ঋজুদা, টিনটিন, হাঁদা-ভোঁদা, বাঁটুল, বাহাদুর বেড়াল তাই কখনোই পুজোয় নিজেকে একা মনে হত না এবার পুজোয় তেমন ভাবেই তোমার সঙ্গী হবে তোমার বন্ধু ম্যাজিক ল্যাম্প আর তুমি পাবে অনেক অনেক নতুন বন্ধু যারা আমাদের গল্পে, উপন্যাসে, কমিক্সে, ছড়ায় ছড়িয়ে রয়েছে।

রয়েছেন একেনবাবু, অনিলিখা, রিয়া-কিম, অরুণ দাদু, ভিনগ্রহের প্রাণী, পরিদাদু-শাওন, ডাক্তার হারাইনপ্রফেসর হেঁশোরাম আর ভাইপো দাশুর আবোল-তাবোল দ্বীপে অভিযান (৩০ পাতার সম্পূর্ণ কমিকস), কুট্টু দ্য বীরপুরুষের নতুন অভিযান; এছাড়াও কমিকস বিভাগে থাকছে অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প অবলম্বনে ভৌতিক কমিকস “ও কি আমি?(১০পাতার সম্পূর্ণ কমিক্স), থাকছে নতুন কমিকস চরিত্র পটলবাবু আমাদের কমিকস বিভাগ আঁকিবুকি বিভাগের অনেক শিল্পীই নতুন তবে তাদের হাতে আছে নতুনত্বের ম্যাজিক যা এক নিমেষে চমকে দেবে সবাইকে

ম্যাজিক পেন্সিল বিভাগে আমরা ছোটদের কাছ থেকে প্রচুর সুন্দর সুন্দর আঁকিবুকি পেয়েছি ছোটদের আমার প্রাণভরা ভালোবাসা, কারণ তোমাদের কাজটাই হবে এবারের সবথেকে মিষ্টি, সেরা কাজ

২০টি গল্পচারটি উপন্যাস, ৯টি বিজ্ঞানের প্রবন্ধ, চারটি সম্পূর্ণ কমিকস, এছাড়াও ইতিহাস এবং আরও নতুন নতুন বিষয়ে প্রবন্ধ তো রয়েছেই ১৩টি মনমাতানো ছড়া, কবিতা, কবিতাপাঠ, গল্পপাঠ প্রভৃতি নিয়মিত বিভাগ ছাড়াও এবারের বিশেষ আকর্ষণ তিনজন প্রখ্যাত সাহিত্যিকের ভিডিও-ইন্টারভিউ

এই সুবিশাল কনটেন্ট সাজিয়ে এক সূত্রে বেঁধেছেন  শ্রী তাপস মৌলিক তোমাদের মতামতের আশায় থাকব আমরা

যদি আমরা তোমাদের মুখে এক চিলতে হাসি ফোটাতে পারি তবে আমাদের পরিশ্রম সার্থক হবে

একটা কথা তো বলতে ভুলেই গেছি; এই পুজোয় এক বছরে পা দিল ম্যাজিক ল্যাম্প গতবছর অক্টোবর- শারদ সংখ্যা হিসেবে আমাদের আত্মপ্রকাশ তোমাদের শুভেচ্ছা ভালোবাসায় আমরা এতটা বেড়ে উঠব সত্যিই ভাবিনি খুব ভালো থেকো বন্ধুরা খুব মজা করে পুজো কাটিও

আর শুধু নিজেদের জীবনেই নয়, অন্যদের জীবনেও ছড়িয়ে দিও ম্যাজিক।

ইতি,
জিনি
_____
ছবিঃ চিরঞ্জিত সামন্ত

No comments:

Post a Comment