ছড়া-কবিতা:: একলা হলে বৈশাখ - দ্বৈতা হাজরা গোস্বামী


একলা হলে বৈশাখ
দ্বৈতা হাজরা গোস্বামী

একলা হলে বৈশাখ
তোর হাতের কাছে বই থাক
তোর পাতের কাছে দই থাক
তোর ভাতের কাছে কই থাক

দোসরা হলে বৈশাখ
তোর গল্প করার সই থাক
তোর বাড়িতে হইচই থাক
তোর পাহাড়ে টইটই থাক

তেসরা হলে বৈশাখ
তিন বন্ধুতে হোক ঠাট্টা
আয় মাথায় মারি গাঁট্টা
চল নদীর ধারে আড্ডা

সে যেই না হল চৌঠা
আজ রেঁধেই ফেলো বউঠান
বেশ চিতল মাছের মুইঠা

দিন কাটুক এমন ছন্দে
তোর আমার ভালোমন্দে
যদি ভাবিস আমায় ভুলবি

তবে, এক মাঘে কি শীত যায়?
তোকে ভাগ দেব না পিৎজায়
আর দেখিয়ে খাব কুলফি
----------
ছবি – দীপঙ্কর কর্মকার
ম্যাজিক ল্যাম্প 

4 comments:

  1. অসাধারণ কবিতা। খুব ভালো লাগল।

    ReplyDelete
  2. অসাধারণ কবিতা। খুব ভালো লাগল।

    ReplyDelete
  3. দারুণ সুন্দর: বৌঠান আর মুইঠা...বৈশাখ যেই চৌঠা

    ReplyDelete
  4. দ্বৈতা,তোমার কবিতা নিয়ে আর কী বলব! একটা অন্যটা থেকে আলাদা ভাবনায় এবং ছন্দে... এটাও ব্যতিক্রম নয়। ছন্দ আর অন্ত্যমিল নিয়ে বিরূপ মন্তব্যের সুযোগ কি তুমি দিয়েছ কোনোদিন? পড়ে মন ভরে গেল!

    ReplyDelete