সম্পাদকীয়:: এপ্রিল ২০২২


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
 
ভালো আছ তো সবাই? এখন তো ভালো থাকারই কথা আবার আগের মতো স্কুলে যেতে পারছ সবাই বন্ধুদের সঙ্গে আগের মতোই মজা, খুনসুটি, খেলাধুলোতাই না? দেখেছ, আমি বলেছিলাম, একদিন সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে খুব খারাপ অন্ধকার সময়টা আমরা মনে হয় পেরিয়ে এসেছি নতুন বছরের নতুন সূর্য সব কালো মুছে দিক এটাই আমাদের প্রার্থনা
তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রাণভরা ভালোবাসা আর তার সঙ্গে একটা নয়, দুটো ভালো খবর ম্যাজিক ল্যাম্প পা দিল তার পঁচিশতম সংখ্যায় আর সেই সঙ্গে আমাদের পাঠক সংখ্যা ছাড়িয়ে গেল এক লক্ষেরও বেশি
এই পঁচিশতম সংখ্যা তাই আমাদের কাছে খুব স্পেশাল
শুরু থেকেই তোমাদের সবার কাছে এত এত ভালোবাসা পেয়েছি আমরা, আজ যখন ভাবতে বসি অবাক হই কত সহজে তোমরা আমাদের আপন করে নিয়েছ
লেখক, পাঠক, শিল্পী সবাইকে নিয়েই গড়ে উঠেছে আমাদের ম্যাজিক ল্যাম্প পরিবার শুরু থেকেই আমরা জোর দিয়েছি পত্রিকার গুণমানে ম্যাজিক ল্যাম্পের হাত ধরেই উঠে এসেছেন কত নতুন লেখক, শিল্পী
বড়ো আনন্দের বিষয় জিনির তাই ইচ্ছে হচ্ছে আনন্দের ডানা মেলে ম্যাজিক দুনিয়া থেকে যত দামি দামি উপহার আছে তোমাদের দিয়ে দিতে তবে এই মুহূর্তে যেটুকু সম্ভব তা হল এবারের গল্প, কবিতা, প্রবন্ধের সম্ভার পড়ে মতামত দিও কিন্তু বন্ধুরা
এই সংখ্যার প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী সপ্তর্ষি দে এই সংখ্যাটি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক
ভালো থেকো, ভালোবাসা নিও সবাই
ইতি,
জিনি
----------
ছবি - সপ্তর্ষি দে
ম্যাজিক ল্যাম্প 

2 comments:

  1. অনেক অনেক শুভেচ্ছা রইল। এগিয়ে চলুক ম্যাজিক ল্যাম্প।

    ReplyDelete
  2. ম্যাজিক ল্যাম্প তার জাদু আলোয় সব কালো অন্ধকার দূর করতে থাকুক এমনি ভাবেই...

    ReplyDelete