ছড়া-কবিতা:: মহালয়া - জয়ন্ত মুখোপাধ্যায়


মহালয়া
জয়ন্ত মুখোপাধ্যায়
 
এখন সময় নয়, তবু এসে ছুঁয়ে দিয়ে যায়
ভিজেছে খড়ের স্তূপ, ভেজা মাটি কাঠামোর গায়ে।
 
ভেসেছে কোথাও বাড়ি, পথে ঘর, মাথায় আকাশ
বৃষ্টি কেড়েছে সুখ, চেয়ে থাকে শরতের কাশ।
 
কমলে জলের ধারা, ঘর পায় নতুন সকাল
স্বপ্ন রঙিন হয়, আশা থাক বেঁচে চিরকাল।
 
রঙের প্রলেপ পড়ে প্রতিমার জীবন্ত মুখ
চক্ষুদানের দিনে মুছে যাক সমস্ত দুখ।
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment