নালিশ
সুজাতা
চ্যাটার্জী
“তোমরা যাবে মামার বাড়ি, তোমরা খাবে
আদর,
তোমরা পাবে মণ্ডা-মেঠাই, নতুন জামাকাপড়।
আমরা শুধু গিলব ধোঁয়া, শুঁকবো শুধু
ফুল,
বছর বছর চলবে এমন, এই ভাবাটাই ভুল!
যাচ্ছি না আর আমরা এবার, একলাই যাও
চলে,”
হাঁস, সিংহ, ময়ূর, প্যাঁচা এবং ইঁদুর
বলে।
বিপদ বুঝে মা দুর্গা স্বয়ং আসেন
ছুটে,
বুঝিয়ে বলেন, এসব কথা সত্যি তো নয়
মোটে।
“বাপের বাড়ি সবাই তোরা কত্ত আদর পাস,
আমরা যা খাই সবই তো রে, সঙ্গে তোরাও
খাস।”
সিংহ বলে, “সেই দুঃখেই, কান্না যে মা
পায়,
কোন জন্মে সিংহ বল, মণ্ডা-মেঠাই খায়?”
হাঁস, ময়ূর এবং প্যাঁচা, তারাও যে
দেয় সায়,
“ওসব আবার খাবার নাকি? ওইগুলো কেউ
খায়?”
ইঁদুরভায়া সুযোগ বুঝে কুলুপ আঁটে
মুখে,
ফল, মিষ্টি, মণ্ডা-মেঠাই খায় সে মনের
সুখে।
“এই ব্যাটা, তুই চুপ কেন রে? ভাঙবি
বুঝি দল?
যেমন তোকে শিখিয়ে দিলাম, তেমন কথা বল।”
প্যাঁচার কথায় ইঁদুরভায়া ভয় যে বড়োই
পায়,
ঘাড় বেঁকিয়ে বলে, “ছি ছি, ওসব কি কেউ
খায়?”
কাণ্ড দেখে
মা দুর্গার পায় যে বড়োই হাসি,
বলেন, “ওরে, তোদের আমি বড্ড ভালবাসি।
তোদের ছাড়া কেমন করে, যাব বাপের
বাড়ি?
এই বয়সে সিংহ ছেড়ে চাপব নাকি গাড়ি?
মণ্ডা-মেঠাই পাচ্ছ বলে নালিশ কর
তাতে?
দেখবে এস, কত লোকের ভাত জোটে না পাতে।”
সিংহ বলে, “সত্যি মা গো, ভুল করেছি
আজ,
কক্ষনও আর করব না গো, এমনতর কাজ।
ফল মিষ্টি, মণ্ডা-মেঠাই পেটটি ভরে
খাব।”
_____
অলঙ্করণঃ শুভ্রা ভট্টাচার্য
Khub misti olonkoron hoyeche..hans ebong singho k dekhe darun moja peyechi. Shubhra k onek dhonyobad :)
ReplyDeletedaruuun hoyechhe sujata!
ReplyDelete