ছড়া-কবিতা:: ভূতুড়ে অসুখ - মৃন্ময় ঘোষ


ভূতুড়ে অসুখ
মৃন্ময় ঘোষ

শীতকালে সর্দিতে শাঁকচুনি ক্লান্ত,
তাই তো শ্যাওড়া গাছে ঝিঁ ঝিঁ পোকা শান্ত।
নইলে মধ্যরাতে সকরুণ বেহাগে,
মামদো সালসা নাচে নিদারুন সোহাগে।
অতিকায় রাত্রিতে গুটিকয় প্যাঁচারা
নাচা গানা হলো না যে, বোর হলো ব্যাচারা।
তাই তারা প্ল্যান করে ডেকে আনে ডাক্তার,
মিস্টার ঘোস্ট তিনি, খুব নামডাক তার।
বদ্দিটি রদ্দি না, জানে ভূত রাষ্ট্র,
বললেন সার্জারী কেস এটা পষ্ট।
এই বলে প্যাঁচ দিয়ে ঘ্যাঁচ করে মুন্ড
ঘাড় থেকে খুলে নিলো, কি ভীষণ কান্ড।
সেই ঘাড় জুড়ে দিয়ে ভ্যাকুয়াম ক্লিনারে
সর্দি বাহির হলো জাস্ট ওয়ান আওয়ারে।
তারপর করোটিটা ফের জোড়া হলো যেই,
শাঁকচুনি গান ধরে পুনরায় বেহাগেই।
________
ছবিঃ সুজাতা চ্যাটার্জি

7 comments:

  1. Darun , fatafati. Ei holo thik thik chhora.Pore khub ananda pelam.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. সুজাতা চ্যাটার্জী কে অসংখ্য ধন্যবাদ আমার ছড়ার সাথের ছবিটির জন্যে। আমার খুব পছন্দ হয়েছে :)

    ReplyDelete
    Replies
    1. anek anek dhonyobad...apnar bhalo legeche jene khub bhalo laglo - Sujata

      Delete
  4. দারুন হয়েছে ছড়া আর ইলাসট্রেশন দুটোই
    জমাটি

    ReplyDelete