ছড়া-কবিতা:: কী হবে? - সুজাতা চ্যাটার্জী


কী হবে?
সুজাতা চ্যাটার্জী

রয়েছে লেখা পঞ্জিকাতে,
স্পষ্ট রূপে, পুরাণ মতে,
মা দুর্গা ঘোড়ায় এলে,
যুদ্ধ বাধে, দুঃখ মেলে।

আস্‌লে পরে হাতির পিঠে,
সুখের হাওয়া উপচে ওঠে।
নৌকো এলে ফসল ধরে,
দোলায় নাকি মানুষ মরে।

কিন্তু দেখ কেউ জানে না,
আসল কথা কেউ বলে না,
কী হবে তা শুধাই কাকে?
আসবেন মা যখন ট্রাকে?
_____
ছবিঃ নচিকেতা মাহাত

No comments:

Post a Comment