ছড়া-কবিতা:: দূরের ছবি - নুরজামান শাহ


দূরের ছবি 
নুরজামান শাহ

প্রান্তজোড়া বিশাল আকাশ
নীলচে খুশির আলপনা,
বারোয়ারি স্বপ্ন জুড়ে
ঝিলিক রঙের জাল বোনা।

উড়ান মেঘের সঙ্গোপনে
দিক হারানোর ডাক শুনি,
দিগন্তে তার দূরের ছবি
উঠলো ফুটে তক্ষুনি,

আনন্দিত ইচ্ছেগুলি
মনের ভিতর হয় আকুল,
মেঘগুলো সব চতুর্দিকে
লাগায় দেখি হুলুস্থুল।

বনপাহাড়ির অচিন পথে
সঙ্গিনী মেঘ চারখানা,
ইতস্তত যায় ছড়িয়ে
পথের হদিস নেই জানা
_____
ছবিঃ সুজাতা চ্যাটার্জী

7 comments:

  1. মনে হল, পুজো এল

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. অপূর্ব। শব্দ দিয়ে কী সুন্দর ছবি এঁকেছ নুর ভাই

    ReplyDelete
  4. খুব সুন্দর

    ReplyDelete
  5. জবাব নেই তোমার ছড়ার... 👌👌👌

    ReplyDelete
  6. খুব সুন্দর লেখা।

    ReplyDelete