ছড়া-কবিতা:: প্যাট চাগানো খিদা - দীপ মুখোপাধ্যায়


প্যাট চাগানো খিদা
দীপ মুখোপাধ্যায়

আমার ভারী খিদা লাগে প্যাট চাগানো খিদা
খাওন তরে হাতডা পাতুম হেইডা মনের দ্বিধা
কইতো পাড়া পড়শীগুলান খুব ইসমার্ট পোলা
হ্যাংলাকাঠি ছ্যামড়াখানার লপলপানো নোলা
বেবাক কামে ব্যস্ত থাহি হগোল কাজের কাজি
ফুট হোটেলে চুক্তি-খিদায় বাসন থালাও মাজি
কাইড়্যা খামু বাড়তি খাবার? মনডা দোনোমোনো
বুঝাইয়া কন এমুন খিদায় পাপ থাহে কক্ষনো?
ঠ্যাকসে আমার দ্যাওয়ালে পিড মন্দ কপালফেরে
মইরা গেলেই বাঁচুম এহন কইসি কী আপনেরে!
কই না থাকি রাত্রবেলা? চিপা গলির ধারে -
কুটুম পাতি দুখের লগে আন্ধারে আন্ধারে
বাপটা ট্যাহার ধান্দা করে, মায়ের ফুটা শাড়ি
ভোর বিহানে কাজের থনে এই বাড়ি সেই বাড়ি
কেউ গা যদি জিগায় তহুন, আছস কিমুন মনা,
এহনও তোর জিহ্বা জ্বালায় চলছে কাঙালপনা?
উদল পিরিত বাইক্যগুলান পরানডারে বেঁধে
পলিথিনের ঝুপড়ি বাসায় শরীল উঠে কেঁদে
দোহাই ল্যাহাপড়ার মানুষ বুঝেন অসুবিধা
আমার ভারী খিদা লাগে প্যাট চাগানো খিদা।
_____
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায়

1 comment:

  1. অসাধারণ ছবি।আমি আপ্লুত।স্যমন্তককে ধন্যবাদ।

    ReplyDelete