ছড়া-কবিতা:: হুলোর লিমেরিক - সনৎ কুমার ব্যানার্জ্জী

হুলোর লিমেরিক
সনৎ কুমার ব্যানার্জ্জী


()
ঘুটঘুটি রাত চারদিকেতে অমানিশির আঁধার,
দরকার কী এমন রাতে হুলোর গলা সাধার?
ভয়ের চোটে হাত-পা ছুড়ে,
চেঁচিয়ে উঠে বিকট সুরে -
পটাং করে ছিঁড়ল দড়ি রামবালকের গাধার।

()
গাধার ডাকে চমক খেয়ে জুড়ল হুলো গান,
কুকুরগুলো চেঁচিয়ে ওঠে বধির হল কান।
বোঝার ওপর শাকের আঁটি,
লাগল দাঁতে দাঁতকপাটি -
ওস্তাদজী ধরেন এবার কালোয়াতি তান।


()
দুই হুলোতে ঝগড়া করে রান্নাঘরের ছপ্পড়ে,
পালিয়ে কোথায় যাবে তারা পড়ল আমার খপ্পরে
দিলুম তাদের খুব পিটিয়ে,
আচ্ছা করে জল ছিটিয়ে -
নাতনি আমার শুনে বলে, “এ আবার কী গপ্প রে!

(৪)
মাঝরাতেতে দুই হুলোতে বেদম মারামারি
ক’দিন ধরেই করছে তারা বড্ড বাড়াবাড়ি।
কানে গুঁজে কাপাসতুলো
চাপিয়ে পিঠে ভাঙা কুলো
পাগলাবুড়ো পোঁটলা বেঁধে চলল পাড়া ছাড়ি।
_____
অলঙ্করণঃ সুমিত রায়

2 comments: