গোলটেবিল:: রুদ্রনাথের চুনির চোখঃ হিমাদ্রিকিশোর দাশগুপ্ত:: আলোচনাঃ সহেলী চট্টোপাধ্যায়


বইঃ রুদ্রনাথের চুনির চোখ
লেখকঃ হিমাদ্রিকিশোর দাগুপ্ত
প্রকাশকঃ পত্রভারতী, দামঃ ১০০ টাকা
আলোচনাঃ সহেলী চট্টোপাধ্যায়

হিমাদ্রিকিশোর দাগুপ্তের রুদ্রনাথের চুনির চোখ একটি অসাধারণ রহস্য কাহিনী। বইটা পড়তে পড়তে মন চলে যাবে রুদ্রপ্রয়াগে। ঘটনার পটভূমি এখানেই। এখানে বেড়াতে আসে পটাই আর শুভ্রদা। সম্পর্কে তারা শালা জামাইবাবু। শুভ্রদা কোনও সাধারণ পর্যটক নয়। পটাই মাধ্যমিক দেবে। এই রুদ্রপ্রয়াগে এক গুহার মধ্যে থাকেন এক দৃষ্টিহীন সাধুবাবা। সেই গুহায় আছেন রুদ্রনাথ। মহাদেব। রুদ্রপ্রয়াগের প্রধান দেবতা। তাঁর দুটো চোখই চুনির। এই চুনির লোভে একদিন খুন হলেন সাধুবাবা। আর আসল রুদ্রনাথকে চুরি করে তার জায়গায় বসানো হল নকল রুদ্রনাথ। শুভ্রদার অনুসন্ধিৎসু মন ঘটনার কার্যকারণ খুঁজে চলে। বহু বছর আগে জিম করবেট এই অঞ্চল থেকে শিকার করেছিলেন এক মানুষখেকো বাঘ। কিছু মানুষ বিশ্বাস করে করবেট সাহেব ভূত হয়েছেন। তাঁর হাতে শিকার হওয়া সেই বাঘটিরও প্রেত ছায়া দেখা যায় গভীর রাতে। আর আছেন এক রহস্যময় বাঙ্গালি ভদ্রলোক। কোনও এক কারণে যিনি বেছে নিয়েছেন নির্জন অজ্ঞাতবাস। শুভ্রদাকে একটি বিশেষ জিনিসের অনুরোধ করেন সেই ব্যক্তি। শুভ্রদা সব রহস্যের সমাধান করে নিখুঁতভাবে। কিশোর আর আমাদের মত বড় না হওয়া পাঠকদের জন্য একটা আদর্শ বই রুদ্রনাথের চুনির চোখ। যারা রহস্য ভালবাসো তারা অবশ্যই একবার পড়ে দেখতে পারো।
________

No comments:

Post a Comment